শিরোনাম পড়ে চমকে উঠলেও খবরটা ভুয়া নয়, বরং এরকমই এক রোবট বানিয়েছেন মিসরের বিজ্ঞানী মোহম্মদ এল কোমি। এই রোবট চিকিৎসকদের সঙ্গে কোমর বেঁধে করোনাভাইরাস যুদ্ধে লড়বে। আর শুধু কী লড়বে, রোগীকে ধমকও দেবে এই রোবট।
করোনাভাইরাস চিকিৎসার জন্য দিন-রাত রোগীর সেবায় নিজেকে দিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এতে অনেক চিকিৎসক প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তও হয়েছেন। এমনকি, অনেকে প্রাণও দিয়েছেন। এই অবস্থা থেকে চিকিৎসকদের বাঁচাতেই রোবট বানিয়েছেন এই বিজ্ঞানী।
বিজ্ঞানী মোহম্মদ এল কোমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই রোবট চিকিৎসকের হেল্পার হয়ে উঠবে। কোভিড টেস্ট করতে সাহায্য করবে, রোগীর জন্য সময়মতো ওষুধ সরবরাহ করবে আবার প্রয়োজনে চিকিৎসককেও ডেকে দেবে। এছাড়া কেউ মাস্ক না পরলে তাকে ধমকও দেবে এই রোবট। রোবটের নাম রাখা হয়েছে সিরা।
বিজ্ঞানী জানিয়েছেন, এই রোবট ১৪৩ কেজি পর্যন্ত ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম। তবে করোনাভাইরাস যোদ্ধাদের তালিকায় এটাই প্রথম রোবট নয়, এর আগেই ভারতেও তৈরি হয়েছে করোনা লড়াকু রোবট।
Leave a Reply