মোঃ সাকিব হোসেন:
চাটখিলে লকডাউন অমান্য করে দোকানে মালামাল বিক্রি করায় পুলিশের অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় সাইফুল ইসলাম রিয়াদ নামের এক স্থানীয় সাংবাদিককে লান্থিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে চাটখিল পৌর বাজারে। লাঞ্ছিত সাংবাদিক নাঈমুল ইসলাম খান সম্পাদিত ইংরেজি দৈনিক ডেইলী আওয়ার টাইমের চাটখিল উপজেলা করেসপন্ডেন্ট এবং অন লাইন পোর্টাল নোয়াখালীর বার্তার সম্পাদক।
এ ঘটনায় রাতেই চাটখিল থানায় জিডি করেছেন সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চাটখিল পৌর বাজারের শাপলা এন্ড সজিব বেল্ট হাউজ নামের একটি দোকান লক ডাউন উপেক্ষা করে বাহির থেকে দোকান বন্ধ দেখিয়ে ভেতরে ক্রেতা ঢুকিয়ে মালামাল বিক্রির সময় পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের অভিযানের খবর পেয়ে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ সংবাদ সংগ্রহ করতে সেখানে ছুটে যান। এক পর্যায়ে পুলিশ তাদের মৌখিক সতর্ক করে ফিরে আসলে দোকানটির মালিক সজিব তার সংগে থাকা কয়েকজনকে নিয়ে সাংবাদিকের উপর হামলার চেষ্টা করে এবং তাকে লান্হিত করে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাঞ্ছিত সাংবাদিকের জিডি গ্রহন করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
Leave a Reply