চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ে সারাদেশের ন্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শর্ট-পিচ টুর্নামেন্টের আয়োজন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের গভর্নিং বডি সভাপতি ও ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান বাহালুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় গভর্নিং বোর্ডের সদস্য ইউসুফ আলী, সাইদুর রহমান রহমান শহীদ, মোঃ বেলায়েত হোসেন, শাহ আলম নয়ন পাটোয়ারী। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেন ও নিজাম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের, জসীম উদ্দীন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এর রচনা প্রতিযোগিতার মাঝে উপহার প্রদান ও সর্ট-পিস টুনামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের বীর সন্তানদের।
Leave a Reply