লাকসাম প্রতিনিধি :
লাকসাম উপজেলার আজগরা ইউনয়নের ঘাটার নোয়াগাঁও গ্রামে যুব-সমাজের আয়োজনে মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ঘাটার নোয়াগাঁও একাদশকে পরাজিত করে নোয়াগাঁও একাদশ বিজয় অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, আজগরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মীর হোসেন, জাকের হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বিএসসি, ক্রীড়া সম্পাদক গোলাম জিলানী, উপজেলা যুবলীগ সদস্য শাহ জালাল, আনোয়ার হোসেন যুবলীগ নেতা আবদুল মমিন, গোলাম কিবরিয়া, ইস্রাফিল, শফিকুল ইসলাম টুটুল, দ্বীন মোহাম্মদ, কৃঞ্চ কুমার বর্ধণ, গিয়াস উদ্দিন রকি, ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুল কালাম, হিরু মিয়া প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দল নোয়াগাঁও একাদশের হাতে চ্যাম্পিয়ন মোবাইল ট্রপি তুলে দেন প্রধান অতিথি মোঃ রুহুল আমিন চেয়ারম্যান।
Leave a Reply