মোজাম্মেল হক আলম :
মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লার লাকসামে ডাবল এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০জানুয়ারী বুধবার জংশন রেলওয়ে ক্লাব মাঠে ইলেভেন স্টার ক্লাব জংশনের আয়োজনে ও রূপালী লাইফ ইনসিওরেন্স এর সৌজন্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রক স্টার গাজিমুড়াকে হারিয়ে জংশন এক্সপ্রেস চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী।
ট্রপি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খলিলুর রহমান, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার, রূপালী লাইফ ইনসিওরেন্স এর ইনচার্জ জাকির হোসেন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন, রূপালী লাইফ ইনসিওরেন্স এর ডিভিশনাল ম্যানেজার মোঃ আক্তার হোসেন।
ইলেভেন স্টার ক্লাব জংশনের সভাপতি মাহবুব মোর্শেদ ফারুকের সার্বিক তত্বাবধায়নে ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় ট্রপি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইলেভেন স্টার ক্লাব জংশনের সাবেক সভাপতি মোঃ সুজন, রেলওয়ে শ্রমিক নেতা হাসান আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল কাদের হুরন, সুরুজ বাঙ্গাল, আবদুর রহিম বাবু, সোয়াব আহমেদ, আজমল হোসেন পারভেজ, রাজিব হোসেন প্রমুখ।
Leave a Reply