নকশী বার্তা ডেস্ক : নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা শিরিন শিলা। সিনেমার নাম ‘ফাইটার’। নির্মাণ করবেন মোহাম্মদ ইকবাল। পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন তিনি। ফাইটারের মধ্য দিয়ে প্রথমবার জুটি বাঁধছেন রোশান-শিলা।
বুধবার বিএফডিসিতে মোহাম্মদ ইকবাল পরিচালিত ও প্রযোজনায় তিনটি সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। যার মধ্যে একটি ‘ফাইটার’।
ছবিটি নিয়ে রোশান বলেন, ইকবাল ভাইয়ের পরিচালনা ও প্রযোজনায় তিনটি ছবিতে কাজ করতে যাচ্ছি। এর মধ্যে একটি ফাইটার। আমি জুটি হচ্ছি শিরিন শিলার সঙ্গে। আশা করছি নতুন কিছু হবে। আমি কৃতজ্ঞ ইকবাল ভাইয়ের কাছে। তার মতো একজন প্রযোজক তার প্রথম পরিচালনায় আমাকে ভেবেছেন।
শিরিন শিলা বলেন, নতুন বছরের শুরুতেই ‘ফাইটার’ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। সিনেমাটির গল্পটা অসাধারণ। গল্পে অ্যাকশন ও রোমান্স দুটোই থাকছে। পাশাপাশি রোশানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছি। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। আশা করছি ভালো কিছু হবে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী মাস থেকে ‘ফাইটার’ ছবিটির শুটিং শুরু হবে।
Leave a Reply