ইমাম শামসুদ্দিন জাহাবি (রহ.) :
ইসলাম অনুমোদিত কারণ ছাড়া জুমার নামাজ ও ফরজ নামাজের জামাত ছেড়ে দেওয়া এবং একা একা নামাজ আদায় করা কবিরা গুনাহ। রাসুল বলেন, ‘যদি মানুষ জুমার সালাত পরিত্যাগ করা থেকে বিরত না থাকে তাহলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন, যার ফলে তারা অলস ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে।’ (সুনানে দারামি, হাদিস : ১৫২৪)
অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি আজান শুনল অথচ কোনো প্রকার ওজর ছাড়া সালাতের জামাতে উপস্থিত হলো না, তার সালাত আল্লাহর কাছে কবুল হয় না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৭৮৫)
Leave a Reply