পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল ধর্মপ্রান মুসলমানসহ সর্বস্থরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত লুলু ফ্যাশন হাউজের সম্মানিত চেয়ারম্যান, জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা, লেখক ও কলামিস্ট মোহাম্মদ সাইফুল আলম সাইফ।
শুভেচ্ছা বার্তায় বলেন, সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। র্দীঘ একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। আমি এই কামনা করি। ঘরে থাকি ঈদের অনন্দ উপভোগ করেন।
Leave a Reply