মোজাম্মেল হক আলম :
২৫ জানুয়ারী “নকশী বার্তা’র” ৮ম বর্ষপূর্তি ৯ম বর্ষে পদার্পন। দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম ৮টি বছর। সৎ সাংবাদিকতা আর সাংবাদিকতার নিরপেক্ষতার পাশাপাশি গণমানুষের ভাষার প্রতি আমাদের যে অঙ্গীকার তার প্রতি নিরপেক্ষ এবং দৃঢ়তায়ই আমাদের পাথেয়। আমরা দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দল-মত-পথ নির্বিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। সুস্থ্য ধারার সাংবাদিকতাই ছিলো আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রতিটি প্রদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে সেই অঙ্গীকারকে স্মরণে রাখি। শুরু থেকেই আমরা চেয়েছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদের সম্মানিত পাঠকদের নতুন কিছু দিতে। আর সেই প্রস্তুতিই আমাদের পাথেয় হয়েছে। যার ফলে মাত্র ৮ বছরেই আমরা পাঠক প্রিয়তার তালিকায় নিজদের অন্তর্ভূক্ত করতে সক্ষম হয়েছি। আজকে বিজ্ঞান-প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে সবাইকে ছুটতে হচ্ছে। প্রতি পদে বেড়েছে মানুষের ব্যস্ততা। এই ব্যস্ত সময়ে পত্রিকা পাঠের সময় সুযোগ কম পাঠকেরই আছে। সেই বিবেচনা থেকেই স্বল্প পরিসরে অথচ অনেক অনেক খবর নিয়ে “নকশী বার্তা” হাজির হয়েছে প্রতিটি সংখ্যায়। পাশাপাশি “নকশী বার্তা’র” অনলাইন ভার্সনও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
দৈনন্দিন ঘটনা, মুক্তিযুদ্ধ, রাজনীতি, অর্থনীতি, শেয়ার বাজার, বিনোদন, হাসিরস, ধর্ম, সংস্কৃতি, খেলাধুলা ও বিবিধ বিষয়ে সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি “নকশী বার্তা” আপনাদের সামনে আসে প্রতিনিয়িত।
পাঠকের অকৃত্রিম সহযোগিতা ও আন্তরিকতায় আজকের এই দিনে আমরা অতীতের মতোই সবার সর্বাত্বক সহযোগীতা কামনা করি। প্রিয় গ্রাহক, পাঠক, এজেন্সি, সংবাদ বাহক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খী সবার প্রতি আজকে আমাদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদেরকে লেখা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে সহযোগীতা করেছেন সেই ঋণ এবং ভালোবাসা শোধের নয়। বরং তা সবসময় আমাদের চলার পথের পাথেয়। যেভাবে আমরা সবার সাড়া পেয়েছি সেজন্য সবার কাছে কৃতজ্ঞ।
“নকশী বার্তার” প্রতিটি সংবাদকর্মী, পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট ও সংবাদ বাহক সবার সম্মিলিত সহযোগিতায় আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নের পথে আপনাদের এ অব্যাহত সহযোগিতা বহাল থাকবে বলেই আমরা আশাবাদী। সবাইকে আবারো জানাই শত শুভেচ্ছার শুভ্রতা।
Leave a Reply