মোহাম্মদ মনির উদ্দিন মান্না :
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম, স্নিগ্ধ শরৎতের কাশফুল ও শিউলি ফুলের শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নকশী বার্তা অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৮ বছর পেরিয়ে ৯ বছরে পদার্পণ করলো। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার, সম্পাদক, সহ সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ পত্রিকা প্রকাশের সঙ্গেযুক্ত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি নকশী বার্তার পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদেরও নবম বর্ষপূর্তির শুভেচ্ছা।
নকশী বার্তা বাংলাদেশের পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি পত্রিকা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নকশী বার্তা সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে। একই সঙ্গে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করছে আসছে। নকশী বার্তার প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং ৮ বছর পেরিয়েও সেই জনপ্রিয়তার ভাটা পড়েনি সংবাদ পরিবেশনে পত্রিকাটির আপসহীন অবস্থান ধরে রাখায়।
একটি লোকালয়, জনগোষ্ঠী বা রাষ্ট্রের জন্য সংবাদপত্র গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যে নকশী বার্তা পত্রিকার পাঠক সমাজের যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার কারণে। শুধু ঘটে যাওয়া সংবাদ নয়, বিভিন্ন সমস্যা সমাধানের কথা ও পত্রিকায় সাংবাদিকরা তুলে ধরেন।
প্রিয় পাঠক, সত্যি আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আপনাদের সবার সহযোগিতা আর অংশগ্রহণ নিয়েই আমার প্রাণের পত্রিকা নকশী বার্তা জনপ্রিয় দেশ-বিদেশে। আমরা এ কথা ভেবে আপ্লুত যে, নকশী বার্তা প্রচারসংখ্যা প্রতিবছরই বাড়ছে। আমাদের প্রচারসংখ্যা অনেক বেড়েছে, পাঠকসংখ্যাও আরও বেড়েছে।
পাঠকপ্রিয় এ নকশী বার্তার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, সামনের দিনগুলোতে বাংলার ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবীজুড়ে।
আশা করি পত্রিকাটির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে জ্বলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে। নকশী বার্তা তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি, হবেও না।
যদিওবা কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে থাকে, তারপরও অকপটে বলা যায় যে, নকশী বার্তা তার অভীষ্ট লক্ষ্যপথে চলার চেষ্টা অব্যাহত রেখেছে। এ চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে, এ প্রত্যাশা ব্যক্ত করে নিজের কথা বলা শেষ করছি। আগামী দিনেও নকশী বার্তা এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। আমি নকশী বার্তার সাফল্য কামনা করছি।
লেখক :
মোহাম্মদ মনির উদ্দিন মান্না
কবি ও সাংবাদিক
সংযুক্ত আরব আমিরাত।
Leave a Reply