নিজস্ব প্রতিবেদক :
সাফল্যের ৮ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে “নকশী বার্তা”। এই দীর্ঘ ৮বছরে দেশে-বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা পাঠকদের জানানোর চেষ্টা করেছে নকশী বার্তা প্রিন্ট এবং অনলাইন ভার্সনে। সমাজের দর্পণ হিসেবে সারা দেশের শুধু দৃশ্যত ঘটনা নয়, ঘটনার পিছনের গল্প তুলে ধরতে আট বছর ধরে সচেষ্ট রয়েছে পত্রিকাটি।
‘নকশী বার্তা শুরু থেকে নিরপেক্ষতার নামে সত্য ও অসত্যকে এক আসনে বসায়নি। নিরপেক্ষতা হচ্ছে সৎকে সৎ বলার এবং অসৎকে অসৎ বলার পক্ষপাতহীন সাহস।’ এমন আত্মবিশ্বাসকে বুকে ধারণ করে নকশী বার্তা পত্রিকাটি ৮ বছর পেরিয়ে ৯ বছরে পা দিয়েছে।
একঝাঁক তরুণ সাংবাদিক নকশী বার্তার’র মাধ্যমে সমাজের কথাকে এখন তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে পত্রিকাটি বলিষ্ঠ ভূমিকা রাখছে। পাশাপাশি সমাজের অসংগতি আর অন্যায়ের বিরুদ্ধে ক্ষুরধার লেখা প্রকাশ করে চলেছে। নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে থেকে তার করুণ চিত্র তুলে ধরছে সমাজের সামনে।
বাংলাদেশের গণমাধ্যম আমার মনে হয় অন্য দেশের মতো এর স্বচ্ছতা আছে, জবাবদিহিও আছে। আবার যেহেতু অনেক দলীয় দৃষ্টিভঙ্গিসম্পন্ন পত্রপত্রিকা বের হয় সেখানেও আমরা এক ধরনের অস্বচ্ছতা দেখি। সত্যকে কিছুটা বিকৃত করার চেষ্টাও সেখানে আছে।
একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতার অঙ্গাঙ্গি যোগ। কিন্তু আজকাল অভিযোগ উঠেছে, দেশের একশ্রেণীর সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া তাদের মন্তব্য প্রতিবেদন, সংবাদ পরিবেশন ও টক-শোতে এই সীমা অতিক্রম করছে। স্বাধীনতার এই অপব্যবহারও নাগরিক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য বিপজ্জনক। এই বিপজ্জনক অবস্থা মোকাবেলা করার মতো নৈতিক সাহস, দক্ষতা ও সাংবাদিক-সততা বজায় রাখার কাজে “নকশী বার্তা” আগামী দিনগুলোতেও আন্তরিকতা ও নিষ্ঠা দেখাবে এটা আমরা পাঠকের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা চাই আগামী দিনেরও দর্পণে যেন জাতি তার সঠিক চেহারা দেখতে পায়।
“নকশী বার্ত” এর অষ্টম বছরপূর্তি এবং নবম বর্ষে পদার্পণ উপলক্ষে অগণিত পাঠক, পৃষ্ঠপোষক ও শুভার্থীর কাছে আমাদের নিবেদন, আপনারা বরাবর আমাদের সঙ্গে ছিলেন, আছেন, তাই আশা করি আগামীতেও আপনারা থাকবেন আমাদের সঙ্গে। নকশী বার্তা তার দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। এই সংবাদপত্রের অগণিত পাঠকের শুভেচ্ছা, সমর্থন ও সহযোগিতাই আমাদের শক্তি। ভবিষ্যতেও পত্রিকাটি তার সত্য প্রকশের এই নিরন্তর চেষ্টা অব্যাহত রাখবে।
Leave a Reply