সকালে আগের দিনের ৩ উইকেটে ৪৭ রান নিয়ে ব্যাট করতে নামে ব্যক্তিগত ১৮ রান করে ফিরে যান মুশফিকুর রহিম, ৪০ রানের চতূর্থ উইকেট জুটি ভাঙার পর, মুমিনুল- লিটনের পঞ্চম উইকেট জুটিতে আসে ১৩৩ রান। ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরিটাকে শতকে রুপ দিয়েছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে এককভাবে সর্বোচ্চ দশ টেস্ট সেঞ্চুরির মালিক এখন মুমিনুল।
সাগরিকাতেও টাইগার অধিনায়কের সর্বোচ্চ সাত সেঞ্চুরির রেকর্ড। আরেক প্রান্তে ক্যারিয়ারের ৬নম্বর ফিফটি তোলার পর ৬৯ রান করে সাজ ঘরে ফিরে যান লিটন দাস। এরপর দলীয় ২১৪ ও ব্যক্তিগত ১১৫ রানে আউট হন মুমিনুল হক।
Leave a Reply