নকশী বার্তা ডেস্ক : আজ বিশ্ব ভালোবাসা দিবস। তবে এই দিনটি ভিন্ন রকম আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেমবঞ্চিত সংঘ’-এর সদস্যরা। রোববার ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করেন।
প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল—‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন—‘তুমি কে আমি কে, বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; আমার ভাই সিঙ্গেল কেন, প্রশাসন জবাব চাই; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিবহন মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়। পরে তারা একই স্থানে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন। এছাড়া বিকালে সংঘের পক্ষ থেকে তারা দুস্থ, অনাথ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত সংঘের সভাপতি আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
Leave a Reply