সৌরভ লোধ:
বরুড়ার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুরে একজনের করোনা সনাক্ত। করোনা সনাক্তকৃত ফাতেমা বেগম(৪৯) নলুয়া চাঁদপুর গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা। গত ৭ দিন আগে তিনি ঢাকা থেকে নিজ গ্রামে এসেছেন৷
স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু জানান বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে তার করোনা পজিটিভ। এবং তিনি আরও জানান সামাজিক দুরত্ব নিশ্চিতের বিষয়ে আমরা সচেতন আছি।
স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন আমাকে নিশ্চিত করা হয়েছে। আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছি। সবাই সচেতন থাকলে আমরা হয়ত বেঁচে যাব।
আজ বিকাল ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম লক্ষিপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামে গিয়ে বাড়িটি লকডাউন ঘোষাণা করেন এবং ইউপি চেয়ারম্যান নরুল ইসলামকে তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply