নকশী বার্তা ডেস্ক : বঙ্গোপসাগরে বায়ুচাপের ও অমাবস্যার কারণে উপকূলীয় এলাকা নোয়াখালীতে আজ বুধবার সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নোয়াখালীর উপকূলীয় এলাকার নিন্মঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
এছাড়া সাগর ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারাদেশের নৌ- চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের কারণে সাগর ও নদী উত্তাল রয়েছে। এতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারাদেশের নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply