মোজাম্মেল হক আলম :
মুজিব শতবর্ষে লাকসামে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ফেব্রুয়ারি (রবিবার) উত্তরদা ইউনিয়নের খিলপাড়া মধ্যপাড়া ও তপৈয়া স্কুল মাঠে দুটি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে খিলপাড়া দক্ষিণ পাড়া একাদশ ও তপৈয়া গ্রামে বন্ধুমহল একাদশ বিজয় ট্রপি অর্জন করে। এসব খেলায় বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি উত্তরদা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ি মোঃ ইমাম হোসেন।
এ দুটি ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, উত্তরদা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রবিউল হোসেন, যুবলীগের সহ-সভাপতি মাহবুবুল হক খসরু, ওয়ার্ড যুবলীগ নেতা জহিরুল ইসলাম রাশেদ, মোতালেব, মোজাম্মেল, সদস্য শেখ ফয়জুল্লাহ মানিক, ইউপি ছাত্রলীগ নেতা মিজানুর রশিদ, হায়াতুন নবী, খিলপাড়া গ্রাম আওয়ামীলীগ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
খেলায় প্রধান অতিথি মোঃ ইমাম হোসেন তার বক্তব্যে বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে।
জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী, আমাদের অভিভাবক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম যেভাবে লাকসাম-মনোহরগঞ্জকে সু-শাসন দিয়ে গড়ে তুলেছেন, আমরাও মন্ত্রী মহোদয়ের পথ অনুসরণ করে সেভাবে গড়ে উঠতে হবে। সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মনকে সচেতন করে তোলে। অপরাধ কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
খেলা শেষে প্রধান অতিথি মোঃ ইমাম হোসেন বিজয়ী দল খিলপাড়া দক্ষিণ পাড়া একাদশ ও তপৈয়া বন্ধু মহল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন।
Leave a Reply