ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রোববার বিকালে আনন্দ উদযাপন করেন লাকসাম থানার পুুুলিশ। আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মহিতুল ইসলাম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি রাজনীতির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। পরে আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply