ছবি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
নকশী বার্তা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ভারতের গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করা হবে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতির পিতাকে এ সম্মাননা জানানো হচ্ছে। সোমবার ভারতের তথ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরেই এ সম্মান বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হতে পারে। যদিও অন্য একটি সূত্রের খবর, বছরের অন্য সময়ে এ সম্মান প্রদানের জন্যে দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন একটি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন—সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে এবং লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী। লোকসভার স্পিকার ওম বিরল এবং স্বেচ্ছাসেবী সংস্থা সুলভ ইন্টারন্যাশনালের প্রধান বিন্দেশ্বর পাঠকও এ কমিটির সদস্য।
জানা গেছে, গত ১৯ মার্চ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। অহিংস এবং মহাত্মা গান্ধীর ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্যেই স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করা হবে।
এক কোটি ভারতীয় টাকা মূল্যের এ সম্মানের সঙ্গে দেয়া হয় একটি স্মারক এবং প্রথাগত কিছু হস্তশিল্পের নিদর্শন।
Leave a Reply