লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে পূর্ব বিরোধের জেরে বাড়িতে চা দোকান দেয়াকে কেন্দ্র করে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার। হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৪মে) লাকসাম পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিমগাও সোয়াছয়আনি পাড়ায়। এ ঘটনায় মঙ্গলবার (২৬মে) লাকসাম থানায় আহত আয়েশা বেগম বাদী হয়ে ১৬জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির ছমেদ আলীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো আয়েশা বেগমরে পরিবারের সাথে। এনিয়ে দু’পরিবারের মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এদিকে চলমান করোনা প্রকোপে দেশ লকডাউন হলে প্রতিপক্ষের লোকজন বাড়িতে একটি চা দোকান বসায়। এতে আয়েশা বেগমের বাড়ির উপর দিয়ে লোকজন চা দোকানে চলাফেরা করায় দোকানী জহির মিয়ার সাথে গত ২৪মে রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৎ ছেলে ছমেদ আলীর ছেলে সাবান আলীর নেতৃত্বে ১৫/১৬জন লোক বাড়িতে হামলা চালিয়ে আয়েশা বেগম তার ছেলে এরশাদ, মাসুদ, রিপন ও মেয়ে আঞ্জুমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে নগদ প্রায় ১লাখ ৪হাজার টাকা ও স্বার্ণালংকার নিয়ে যায়। এসময় হামলায় আয়শা বেগমের বসত ঘর ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেয় এবং বাকী ঘরগুলোকে কুপিয়ে তচনছ করে ফেলে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ২৬মে মঙ্গলবার আয়েশা বেগম বাদী হয়ে নাতী সাবানর আলীকে প্রধান আসামী করে ১৬জনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করে।
Leave a Reply