মোজাম্মেল হক আলম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
আজগরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইউনিয়নের ৯নং ওয়ার্ড দলকে হারিয়ে ৫নং ওয়ার্ড দল চ্যাম্পিয়নশীপ অর্জন করে। খেলা শেষে ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে পুরষ্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।
স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তরুণ প্রজন্মের উদ্যেশ্যে ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেন, ‘পড়াশুনার পাশাপাশি তরুণ প্রজন্মকে ক্রীড়া-সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে। ক্রীড়া-সংস্কৃতি অগ্রাহ্য করলে মাদকের ভয়াল থাবা তরুণ প্রজন্মকে গ্রাস করে নিবে। প্রত্যেক অভিভাবকের উচিৎ তাদের সন্তানদেরকে ক্রীড়া ও সংস্কৃতিমুখী করে গড়ে তোলা। শিশু, কিশোর ও তরুণদের মেধার বিকাশ ঘটাতে সুস্থ বিনোদনের বিকল্প নেই।’
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আলম আর্মি, শাহজাহান মিয়াজি, সাজ্জাদ হোসেন খসরু, উপজেলা যুবলীগ সদস্য শাহ জালাল, আনোয়ার হোসেন, ফয়েজ আহমেদ মজুমদার, ইউনিয়ন যুবলীগ নেতা গোলাম কিবরিয়া, এনায়েত হোসেন পারভেজ, শাহ জালাল, ইসরাফিল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মাইনুদ্দিন বাবু, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইউনিয়ন যুবলীগ নেতা শফিকুল ইসলাম টুটুল, ওয়ার্ড যুবলীগ নেতা খোরশেদ আলম বুলু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, ইউপি সদস্য মোবারক হোসেন, মজিবুর রহমান, বেলায়েত হোসেন, আকতার হোসেন, বাচ্চু মিয়া, আবদুল বারিক, তোফাজ্জল হোসেন, জহিরুল ইসলাম, মহিলা সদস্য বিউটি আক্তার, মোমেনা বেগম, কুলসুম আক্তার প্রমুখ। উৎসবমুখর পরিবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ এ খেলা উপভোগ করেন।
Leave a Reply