স্টাফ রিপোর্টার :
কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। করোনা চলাকালীন কঠিন এ পরিস্থিতিতে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে যারা বিপদগ্রস্থ তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কার্যক্রম শুরু হয় Stand For Btothers নামে একটি ফান্ড সংগ্রহের কার্যক্রম। যাতে অংশ নিয়েছিলো স্কুলের সাবেক শিক্ষার্থীরা।
১১ মে পর্যন্ত চলে এ ফান্ড সংগ্রহের কার্যক্রম। এর পূর্বে মাসের শুরুতেই পাইলট স্কুলে অধ্যয়ন করে পরবর্তীতে চিকিৎসা সেবায় এসেছেন এমন দশজনের একটা মেডিক্যাল টিম গঠন করে আমাদের ডাক্তার নামে একটি টেলিমেডিসিন সেবা চালু করে যার উপদেষ্টা হিসেবে ডাঃ আব্দুল্লাহ তারেক ভূঁইয়া এবং সমন্বয়ক হিসেবে ডাঃ মেহেদি হাসান জিতু ছিলেন। অনেক ব্যাচের প্রতিনিধির সমন্বিত প্রচেষ্টায় গঠিত এ ফান্ড থেকে গত ১৫ মে বর্তমান বিপর্যস্ত প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মাঝে মানবিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। মানবিক শিক্ষাবৃত্তি পাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক কৃতজ্ঞচিত্তে জানান, স্কুলের আগের শিক্ষার্থীরা যে কাজ করেছে তাতে আমার ছেলে পড়াশোনায় আরো মনোযোগী হবে, আমিও ওকে পড়াশোনার ব্যাপারে সর্বাত্মক উৎসাহ দিয়ে যাব এবং এর সাথে জড়িত সকলকে আল্লাহ পাক ভালো কিছু উপহার দিবেন।
মানবিক বৃত্তি প্রদানের অনুষ্ঠানে ঘোষণা প্রদান করা হয় যে, আগামী বছর হতে মানবিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে কেউ প্রথম দশজনের মেধা তালিকায় থাকলে তাদের সহ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এক্স-পাইলটিয়ান্স পরিবারের সমন্বয়ে গঠিত Stand For Brothers।
পরবর্তীতে ১৬ মে একই ফান্ডের কার্যক্রম হিসেবে সাবেক শিক্ষার্থীদের মাঝে বিপর্যস্ত এমন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, সেমাই, চিনি, দুধ, কিসমিস, বাদাম, সাবান, তেল, পেঁয়াজ, রসুন, আদাসহ ভালোবাসার ইদ উপহার পৌছে দেয়া হয়। বাসায় বাসায় গিয়ে পৌছানোর সহযোগিতায় ছিলেন (ব্রাকেটে ব্যাচ উল্লেখিত) শাওন(০৮), কবি রাসেল(০৯), তারেক(০৯), শরণ(১২), ফরহাদ(১৩), মনির(১৪), আরিফ(১৬), সায়েম(১৭), তামিম(১৮), ইশতিয়াক (২০) সহ আরো অনেকেই।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দুর্যোগে মনুষ্যত্বের পরীক্ষা হয়। সে প্রেক্ষাপটে নির্দ্বিধায় এক্স-পাইলটিনরা মনুষ্যত্বের পরীক্ষায় যোজন যোজন এগিয়ে।
Leave a Reply