নিজস্ব প্রতিনিধি :
লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একইদিন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিহাব খান এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উত্তরদা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি পদ থেকে রাসেল আহমেদ রাশেদকে অবৈধ অর্থ লেনদেন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করেন।
Leave a Reply