1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসাম আলিফ রাইস মিলের জ্বলন্ত ছাই কেঁড়ে নিলো শিশুর প্রান 

  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২২৩ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি  :

কুমিল্লার লাকসাম পৌর শহরের কাদ্রা এলাকায় রাস্তার পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় শুক্রবার (২১ মে) ভোরে তার মৃত্যু হয়।
শিশু রায়হান পৌরসভার ৯নং ওয়ার্ডের কার্দ্রা গ্রামের শাহ আলমের ছেলে। রায়হানের চাচা মজিবুর আলম জুয়েল বাদী হয়ে ২০ মে বৃহস্পতিবার লাকসাম থানায় আলিফ অটো রাইস মিলের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৭ মে পৌরশহরে কাদ্রা এলাকায় আলিফ অটো রাইস মিলের পাশে শিশু রায়হান বাড়ী। ওইদিন বিকালে সে তার বোনের সাথে মাঠে বল নিয়ে খেলা করছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের উপর পড়। এসময় রায়হান বলটি আনতে গেলে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।
তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১ মে শুক্রবার ভোরে সে মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করে রায়হানের চাচা জুয়েল বলেন, আলিফ অটোরাইস মিল তাদের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। ১৭ মে বিকালে রায়হান খেলতে গিয়ে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ যায়। তার পুরো শরীর পুড়েছে, তিন দিন ধরে রাজধানীর প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে সে মারা যায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, অভিযোগ তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম