জাকির মামুনঃ
বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ক্রীড়াঙ্গনের পরিচিতমুখ গোলাম রাব্বানী হেলাল আর নেই৷আজ ৩০শে মে (শনিবার) দুপুর ১২ টার দিকে চিরতরে বিদায় নেন জনাব গোলাম রাব্বানী। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৩ বছর৷মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
গত বৃহস্পতিবার রাতে তিনি স্ট্রোক করেন৷ ওইরাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷
কয়েকবছর আগ থেকেই হার্টের সমস্যা ও বেশকিছুদিন যাবৎ তিনি কিডনী জটিলতায় ভুগছিলেন৷
দেশের জনপ্রিয় ফুটবল ক্লাব আবাহনীর হয়ে দীর্ঘদিন খেলেন হেলাল। ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত মাঠে দাপটের সাথে আবাহনীকে জিতিয়েছেন অসংখ্য শিরোপা। খেলে ছেড়ে দেওয়ার পরেও ভালোবাসার জায়গা থেকে ক্লাবটির পরিচালকের দায়িত্ব পালন সহ নানা দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দলে ছিলেন। জাতীয় দলে অভিষেক হয় ১৯৭৯ সালে। এরপর ১৯৮৫ পর্যন্ত নিয়মিত জাতীয় দলে খেলেছেন। হেলাল ২০০৮ সাল থেকে বাফুফের নির্বাহী কমিটির সদস্য হয়ে দায়িত্ব পালন করে আসছেন৷
হেলালের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের মাতম চলছে৷
Leave a Reply