মোজাম্মেল হক আলম :
লাকসামে যাত্রীবাহী তিনটি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশ মেনে সিটে না বসায় প্রায় দেড় শতাধিক যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
অ্যাডিশনাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (৩জুন) এ অভিযান পরিচালনা করা হয়।
ওইদিন ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেসে অভিযান চালিয়ে ১’শ ৩০জন যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম জে.আর.আই ড. মোঃ আমিনুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ (টিঃ) মহি উদ্দিন, লাকসাম স্টেশন মাস্টার শাহাবুদ্দিন, টিটি আমিনুর রহমান ভূইয়া, মিজানুর রহমান মুন্সি, অভিষেক বরুণ দত্ত, গোলাম সারওয়ার প্রমুখ।
অভিযান পরিচালনাকালে অ্যাডিশনাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্বাঞ্চল) মোঃ মিজানুর রহমান বলেন, বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, সরকারি নির্দেশনার বাহিরে সিটে বসা ও মাক্স পরিধান না করা যাত্রীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply