মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯জুন) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে এ শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে লাকসাম শাখার শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
এসময় স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, দেশ স্বাধীন করার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করার যে স্বপ্ন দেখেছেন বর্তমানে তাঁরই সূযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় প্রসারী পরিকল্পনার মাধ্যমে সেই স্বপ্ন আজ বাস্তবে পরিনত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের লক্ষ লক্ষ লোকজন অভিবাসী হিসেবে প্রতিবছর বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। সরকারী উদ্যোগে এখন দক্ষ জনশক্তি সৃষ্টি করে অত্যন্ত কম খরচে বিদেশে প্রেরন করা হচ্ছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে এই ঋণের সদ্ব্যবহার করলে এর সুফল মিলবে এবং প্রবাসীদের কল্যাণকে প্রাধান্য দিয়ে তাদের সেবা নিশ্চিত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জাহিদুল হক। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে উক্ত ব্যাংকের সাফল্য কামনা করেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অবঃ) আবু তাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে লাকসাম শাখায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, ব্যাংকের মহা-ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, লাকসাম শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুল্লাহ প্রমুখ।
Leave a Reply