মোজাম্মেল হক আলম : এবারের এসএসসি পরিক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন লাকসাম উপজেলা সদরের পশ্চিমগাঁও এনএফ এন্ড বিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়ের পরিক্ষার্থী ১৩০জনের মধ্যে সকলেই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪জন শিক্ষার্থী। এদিকে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৮জন। এ বিদ্যালয়ের পরির্ক্ষী ছিল ১৭৪জন। ফেল করেছে ২জন।
অপরদিকে উপজেলা সদরের বাহিরে কামড্ডা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও বিজরা রহমানীয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শতভাগ ফলাফল অর্জন করেছে। রহমানীয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮০জন শিক্ষার্থীর মধ্যে সকলে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭জন। শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের ২৯জন পরিক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে।
জিপিএ-৫ প্রাপ্তিতে পশ্চিমগাঁও আল আমিন ইন্সস্টিটিউটে ১৯জন, মুদাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৬জন, উপজেলা সদরের লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫জন, এ মালেক ইন্সস্টিটিউটে ৯জন, উপজেলা সদরের বাহিরে নরপাটি উচ্চ বিদ্যালয়ে ৬জন, জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ৫জন, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫জন, উওরদা উচ্চ বিদ্যালয়ে ৫জন, ইছাপুরা সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে ৫জন, অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ে ৪জন, আজগরা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩জন, তোরাব আলী উচ্চ বিদ্যালয়ে ১জন, গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১জন, মেল্লা জেসিসিকে উচ্চ বিদ্যালয়ে ১জন শিক্ষার্থী।
এদিকে শ্রীয়াং উচ্চ বিদ্যালয়, রাজাপুর উচ্চ বিদ্যালয়, ভাকড্যা উচ্চ বিদ্যালয়, জ্যেতিপাল মহাথের উচ্চ বিদ্যালয়, বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজে কোন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
Leave a Reply