মোজাম্মেল হক আলম :
দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা ও ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দর উপর হামলার বিরুদ্ধে লাকসামে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪জুন) বিকেলে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে লাকসাম বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রফেসর আবুল খায়ের, সদস্য ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সদস্য মোশাররফ হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ
উল্লেখ্য: গত ২১জুন বুধবার পৌরসভা ছাত্রলীগ সহ-সভাপতি ইফতেখার অনিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদাউস আলম সৌরভ এবং পৌরসভার ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরকে ছাত্রদল নেতা রকির নেতৃত্বে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে জখম করে। এই তিন ছাত্রনেতার মধ্যে ইফতেখার অনিক ঢাকার একটি হসপিটালে লাইফ সাপোর্টে রয়েছে।
Leave a Reply