ছবি: নিহত ছাত্রলীগ নেতা অনিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মোজাম্মেল হক আলম
লাকসামে ছাত্রদল সন্ত্রাসীদের হাতে নিহত অনিকের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১জুলাই) সকালে লাকসাম উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, রাজনীতি মানুষের জন্য। রাজনীতির নামে মানুষ মেরে ফেলা কোনমতে কাম্য হতে পারে না। অনিকের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে। শান্ত লাকসামকে কেউ অশান্ত করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। লাকসামের জনগণকে শান্তিতে রাখতে চাই।
তিনি আরো বলেন, শান্ত লাকসামে অশান্তি তৈরি করতে যারা কথিত ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীদের হাতে অস্ত্র দিয়ে মেধাবী ছাত্রলীগ নেতা অনিককে হত্যা করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, নিজাম উদ্দিন শামিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ জুন ছাত্রদলের সন্ত্রাসী রকির নেতৃত্বে হামলায় পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিক গুরুতর আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অনিক মৃত্যুবরণ করেন। ঈদের দিন সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে অনিকের লাশ দাফন করা হয়।
Leave a Reply