কুমিল্লা প্রতিনিধি :
বর্তমান সময়ে গনমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশ ও জাতির বিভিন্ন তথ্য উপাত্ত সরবরাহরে মাধ্যমে মানুষ এবং সরকাররে মধ্যে একটি যোগসূত্র সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন গনমাধ্যম কর্মীরা। জাতীর এই ক্লান্তিলগ্নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
তিনি আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ ও কোভিড-১৯ হাসপাতাল কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেণ। এসময় স্থানীয় সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দনি বাহার, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান, জেলা সিভিল সার্জনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের জরুরী বর্হিবিভাগের ভবনটিকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের জন্য ১০টি আইসিউ বেডসহ ১৫৪টি বেডে সকল কার্যক্রম পরিচালনা করবে কুমেক হসপিটাল। কোভিড-১৯ রোগীদের জন্য আলাদা ফটকও তৈরি করা হয়েছে।
Leave a Reply