মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯জুন রবিবার সকালে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, চেয়ারম্যান নিজাম নিজাম উদ্দিন শামিম, মোঃ ওমর ফারুক, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আলীম উল্লাহ, অভিভাবক সদস্য মোঃ মনির হোসেন, আবুল কাশেম, ফারজানা তাজরীন, সুমন চন্দ্র দেবনাথ, শিমুল কুমার সিংহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের বিদায় ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন।
পরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply