1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন

  • প্রকাশকালঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯৩ জন পড়েছেন
ছবি: উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আল-আমিন রায়হান। পৌরসভা ছাত্রলীগ সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ।


মোজাম্মেল হক আলম :


কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার (৭জুলাই) লাকসাম পৌর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে সম্মেলনের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি। আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির দিপু। প্রধান বক্তার বক্তব্য দেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।
লাকসাম উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মো. সালাউদ্দিন সানি ও নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল-আমিন রায়হান।
অন্যদিকে লাকসাম পৌরসভা ছাত্রলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউসার আহমেদ। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ফেরদৌস আলম সৌরভ।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন জেলা কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার। ছাত্রলীগকে সততা ও আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে যেন তারা দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারে।
লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা প্রিয় নেতা এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সকলের দোয়া কামনা করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম