1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিবের জনসভা সফল করতে লাকসামে সংবাদ সম্মেলন 

  • প্রকাশকালঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ জন পড়েছেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা সফল করার লক্ষ‍্যে বিএনপির একাংশ (কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস‍্য কর্ণেল (অব.) এম আনোয়ার উল আজিম সমর্থিত) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে দক্ষিণ লাকসামস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লাকসাম উপজেলা বিএনপি নেতা ফজলে রহমান চৌধুরী আয়াজ। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জননেতা তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি সারা বাংলাদেশে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দলের মহাসচিব সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাকসাম সফরে আসছেন এবং ওইদিন বেলা ২ টায় দলের মহাসচিব লাকসাম স্টেডিয়াম মাঠে একটি বিশাল জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। যা বিগত প্রায় ৩০ বছরের মধ্যে এ অঞ্চলে এটাই বিএনপির সর্ববৃহৎ জনসভা।
ওই জনসভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং কুমিল্লা-৯ নির্বাচনী এলাকায় বিএনপির তিন সাংগঠনিক উপজেলা লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভা বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন। বিশাল এই জনসভায় দক্ষিণ কুমিল্লার প্রায় সকল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আসবেন বলে আমরা জানতে পেরেছি।
সাংবাদিকদের তিনি বলেন, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিএনপি মহাসচিবের সমাবেশ সফল করতে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বৃহত্তর লাকসাম উপজেলা বিএনপির বিবাদমান দুইটি গ্রুপ আলাদা আলাদাভাবে প্রস্তুতি সভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে। এমন পরিস্থিতিতে আপনারা সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাসহ লাকসাম-মনোহরগঞ্জ’র সকল শ্রেণী পেশার মানুষ এমনকি আমাদের দলের নেতাকর্মীরাও চরম উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে ছিল।
বিষয়টি বৃহত্তর লাকসাম বিএনপির দুই শীর্ষনেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামও অনুধাবন করেছেন। এমতাবস্থায় বিএনপি মহাসচিবের সমাবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সফল করতে দুই শীর্ষনেতা কর্ণেল আজিম এবং আবুল কালাম ঐক্যমতে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। তারই আলোকে সোমবার রাতে লাকসাম উত্তর বাজারস্থ বিএনপি কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম একটি বিশেষ বৈঠক আহ্বান করেন। ওই বৈঠকে কর্ণেল আজিমের নির্দেশে আমরাও উপস্থিত হয়েছি। বৈঠক শুরুর একপর্যায়ে আমাদের নেতা কর্ণেল আজিম ভার্চুয়ালি যুক্ত হন।
বিএনপি মহাসচিবের সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার বিষয়ে দীর্ঘ আলোচনার পর আমরা সকল বিষয়ে ঐক‍্যমত হয়েছি। ঐক‍্যমত হওয়ার বিষয়ে দুই নেতা কর্ণেল আজিম এবং আবুল কালামের অবস্থান ছিল অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ। তাই আমরা স্পষ্ট করেই আপনাদের মাধ্যমে সকলকে অবগত করছি, ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপি মহাসচিবের সমাবেশকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। মহাসচিবের সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা উভয়ই এক এবং অভিন্ন।
সংবাদ সম্মেলনে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, জসিম উদ্দিন, মনির আহমেদ, মঞ্জুরুল আলম বাচ্চু প্রমূখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম