1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লাকসাম হাউজিং এষ্টেটের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোকছোদ আলী

  • প্রকাশকালঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮৬ জন পড়েছেন

জাফর আহমেদ


লাকসামের বিভিন্ন সামাজিক কাজের কারণে এই অঞ্চলের মানুষের হৃদয়ে এখনো বেঁচে আছেন আলহাজ্ব মোকছোদ আলী। বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোকছোদ আলী একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, সফল রাজনীতিবিদ, লাকসাম উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান, দানবীর ও সামাজিক ব্যক্তিত্ববান মানুষ ছিলেন।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ঘনিষ্ঠ মানুষ হিসেবে আলহাজ্ব মোকছোদ আলী ব্যবসায়িকভাবে সফলতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও তিনি এগিয়েছেন বহুদূর।
আলহাজ্ব মোকছোদ আলীর সামাজিক কর্মকান্ডের ব্যাখ্যা দিতে গেলে বহু কথা বলা যাবে। কিন্তু না, বেশি কথা বলবো না। শুধুমাত্র লাকসামে আলহাজ্ব মোকছোদ আলীর একটি সামাজিক কাজের কথাই বলবো।


আলহাজ্ব মোকছোদ আলী ১৯৮৫ সালে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৬ মার্চ ১৯৮৯ সাল পর্যন্ত লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে ১৯৮৭ সালে তিনি লাকসামে হাউজিং এষ্টেট প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকালীন সময়ে হাউজিংয়ে বসবাসকারীদের জন্য মসজিদ ১০.১৮ ডিং, স্কুলের জন্য ১০.২২ ডিং ও কমিউনিটি সেন্টারের জন্য ২০.২৬ ডিং জায়গা রেখেছেন।
মসজিদ ছাড়া বাকি দুইটা এখনো বাস্তবায়ন হয়নি।
একজন সমাজসেবক আলহাজ্ব মোকছোদ আলী লাকসামের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম একটি মহতি উদ্যোগ গ্রহণ করলো অথচ তার এই উদ্যোগের দীর্ঘ বছর গেলেও শতভাগ বাস্তবায়ন আজও হয়নি।
লাকসামে হাউজিং এষ্টেট প্রতিষ্ঠা হওয়ার পর নীতিমালা লঙ্ঘন করে বহু মানুষ এখানে উপকারভোগী হয়েছে, কিন্তু উপকারভোগীদের কিছু কাজ যে বাকি রয়েছে তা তারা ভুলেই গেছে।
হাউজিং এষ্টেট প্রতিষ্ঠার দীর্ঘ বছরেও এখানে স্কুল ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠিত হয়নি।


হাউজিংয়ে অনেকগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু জায়গা বরাদ্দ থাকার পরেও অজ্ঞাত কারণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টার এখানে গড়ে ওঠেনি।
হাউজিং এষ্টেট প্রতিষ্ঠা হয়েছে, প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ এখানে বসবাস করছে এটাই একজন সমাজসেবক আলহাজ্ব মোকছোদ আলীর সফলতা।
পরিতাপের বিষয় হলো আলহাজ্ব মোকছোদ আলীর প্রতিষ্ঠিত হাউজিং এষ্টেটে আলহাজ্ব মোকছোদ আলীর কোন স্মৃতি সংরক্ষিত নাই।
আলহাজ্ব মোকছোদ আলীর সকল ভালো কর্মের কারণে তিনি কাল কাল ধরে লাকসামের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এটা চিরসত্য তারপরেও লাকসাম হাউজিং এষ্টেটের বরাদ্দকৃত জায়গায় সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি লাকসাম হাউজিং এষ্টেট প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি স্বরূপ আলহাজ্ব মোকছোদ আলীর স্মৃতি সংরক্ষণের জন্য কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হোক এটি এখন সময়ের দাবি।

লেখক: জাফর আহমেদ
সভাপতি: লাকসাম সাংবাদিক ইউনিয়ন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম