নিজস্ব প্রতিনিধি
লাকসামে পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধার সন্তান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার লাকসাম পূর্ব ইউপির নরপাটি যোগীপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আবদুস সাত্তারের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাক্তার মনির হোসেন মজুমদার এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২১মার্চ রাতে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ কৈয়ারপাড় গ্রামের আবদুল খালেকের ছেলে আজগর আলী, যোগীপাড়া গ্রামের মৃত. আবদুল আজিজ মজুমদারের ছেলে হুমায়ন কবির মজুঃ আর্মি, সামছুল হুদার ছেলে আবদুল জলিল মজুমদার, আবদুল খালেকের ছেলে মোঃ রবিউল হোসেন, সামছুল হক মজুমদারের ছেলে শাখাওয়াত হোসেন মিলন এলোপাথাড়ীভাবে হামলা চালায় এবং তার ব্যবহৃত প্রায় ১লাখ টাকা দামের ৩টি মোবাইল ফোন ভাংচুর করে। এসময় মনির গুরুতর আহত হয়। এদিকে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি-দমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর আতংকগ্রস্থ হয়ে পড়েন মুক্তিযোদ্ধার সন্তান মনির। প্রতিপক্ষের অব্যাহত হুমকি-দমকিতে নিরুপায় হয়ে অবশেষে গত ২৮মে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে ভুক্তভোগী মনির হোসেন মজুমদার জানান, প্রতিপক্ষরা আমাকে মারধর করা কালীন আজগর আলী নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে আজগর আলী ডিবি পুলিশ নয় জানতে পেরে আমি স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও প্রশাসনকে বিষয়টি অবহিত করি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদীর মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কিশোর কুমার জানান, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply