মোজাম্মেল হক আলম :
ঢাকা-নোয়াখালী রেল রুটে চলাচলকারী আন্ত:নগর উপকূল ট্রেন লাকসাম থেকে চলাচলের ঘোষনা দেয়া হয়েছে। ১০ জুন বুধবার লাকসাম থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। করোনা পরিস্থিতির কারনে নোয়াখালীর কয়েকটি উপজেলা রেড জোন হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ।
নোয়াখালীর নিয়মিত ট্রেন যাত্রী শামিম বলেন, লাকসাম থেকে উপকূল ট্রেন চলাচলে আমাদের কষ্ট বেড়ে যাবে তারপরও আমরা পরিবারের এবং কর্মস্থলের বিষয় চিন্তা করে ঢাকায় যেতেই হবে। কি আর করা নোয়াখালীকে রেড জোন করায় আমার মতো শতশত যাত্রী কষ্টে পড়ে গেল।
রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, করোনা পরিস্থিতির কারনে নোয়াখালীকে রেড জোন ঘোষণা করা হয়েছে। তাই মন্ত্রনালয়ের নির্দেশে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই তা পুনরায় নোয়াখালী-ঢাকা রুটে চলাচল করবে।
লাকসাম রেলওয়ে ষ্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, নোয়াখালী রেড জোন হওয়ায় এখন থেকে লাকসাম থেকেই নোয়াখালীর যাত্রীরা ঢাকায় যেতে হবে। স্বাস্থ্যবিধি মানাসহ রেলওয়ের ১৯টি নির্দেশা মেনে সার্বক্ষনিক আমরা প্রধান ফটকে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ রেল কর্মীরা যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে ষ্টেশনে প্রবেশের অনুমতি দিচ্ছি। এদিকে যাত্রীদের অনলাইন টিকেট চেকিং এবং হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা নিরুপনও করা হয়। এছাড়াও যারা চট্টগ্রাম থেকে এসেছেন তাদেরকেও একইভাবে ষ্টেশন ত্যাগ করানো হয়েছে। সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা অবস্থায় স্টেশনে প্রবেশ করতে হচ্ছে।
Leave a Reply