1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশকালঃ শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪৫৭ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার : কুমিল্লার নাঙ্গলকোটে ইব্রাহিম খলিল (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২-জুন) বিকেলে উপজেলার আদ্রা উত্তর ইউপির মেরকট এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের অহিদুর রহমানের ছেলে। এ ঘটনার অভিযুক্ত তোফায়েল আহমেদকে আটক করে থানা পুলিশ।

নিহতের ছোট ভাই মাখসুদুর রহমান অভিযোগ করে বলেন, গত রমজানের দু’দিন পূর্বে একই গ্রামের হাজী আবদুল মান্নানের ছেলে তোফায়েল আহমেদের মৎস্য প্রজেক্টের পানি যাওয়া কে কেন্দ্র করে নিহত ইব্রাহিমের পিতা অহিদুর রহমানের সাথে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় গত ২৭ রমজানে তোফায়েল ও তার ভাতিজা দুলাল মিয়া ছেলে মনির আগ থেকে উৎপেতে থাকা ইব্রাহিম খলিলকে একা পেয়ে আক্কাসের ডেকোরেটর দোকানে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন থাকায় স্থানীয় পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা নেন। বিষয়টি স্থানীয় জহির মেম্বার কে অবহিত করলে তিনি রোজার ঈদের দুই তিনদিন পর শালিস বৈঠক করবে বলে আশাস দেন। পরে তিনি শালিস বৈঠক না করে নানা তালবাহানা করেন। শুক্রবার বিকেলে তার ভাই ইব্রাহিমের বুুকে ব্যাথা করছে বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, পানি যাওয়া কে কেন্দ্র করে ইব্রাহিমের সাথে মারপিটের ঘটনা ঘটে। এটি স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা চলছে। কিন্তু গত চার পাঁচ দিন পূর্বে ইব্রাহিম বিষ খেয়ে লাকসাম উপজেলার চিকিৎসা নেন। সে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। ঘটনার অভিযুক্ত তোফায়েলকে আটক করা হয়। শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম