1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এই শহরে সবই সহজলভ্য

  • প্রকাশকালঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৫৭ জন পড়েছেন

স্বাতী সাহা

এই শহরে সবই সহজলভ্য।

এই যে ১টাকায় একটা অপসেট কিনে ফেললাম।

কতো সহজে কলম পাওয়া গেলো।

চিন্তাগুলোও খুব সস্তা, চাইলেই লেখা হয়ে যাবে।

আজকাল তো অন্তমিল রক্ষা না হলেও তা কবিতা।

১৮ টাকায় ১ জিবি,কিংবা ওয়াই-ফাই কানেকশনে

দিন রাত নেটে থাকা যাবে।

এই শহরে কতো সহজে ঋতু বদল হয়;গ্রীষ্ম, বর্ষা, শীত।

এই শহরে রাতের গভীরে দাড়িয়ে তারা গোনা যায়।

এখানে, কতো সহজেই সব শুনে,

না বোঝার ভান করা যায়।

কামনা মেটাতে কারও ঠোঁটে অহরহ চুমু খাওয়া যায়।

এখানে আবার নির্দ্বিধায় সমস্তটা অস্বীকারও করা যায়।

এই শহরে চেনা ভিড়ে কতো সহজে

নিজেকে লুকিয়ে ফেলা যায়।

এখানে ঘড়ির কাটার সাথে সময় শুধু নয়,

বদলায় মন,বদলে যায় মানুষ।

এই শহরে অনেক গুলো রাস্তা আছে।

অনেক অনেক রিকশা আছে,গাড়ি আছে।

এখানে নদী আছে,হাওয়া আছে।

মাথার উপর মস্ত বড় আকাশ আছে।

এই শহরে স্বপ্ন আছে,সুখ আছে।

এই শহরে ভিষণ রকম কষ্ট আছে।

এই শহরে শুধু তুমি নাই।

“তুমি”শব্দটা এই শহরে দুষ্প্রাপ্য,কঠিন বড়।

গোপন অভিমানে চোখের কোণ

লাল করে ফেলতে পারো।

এখানে কাঁদবার জন্য চোখ ই জলের জোগাড় করে।

তবু বলতে হচ্ছে, এই শহরে “তুমি “নেই।

(স্বাতী সাহা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।)

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম