লাকসাম প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ করা হয়েছে। শনি ও রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কর্মসূচির উদ্বোধন করেন লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খাঁন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বী, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল হাসান শাওন, তানভীর আহমেদ রিমন, মাহবুবুল আলম সায়েম, রাসেল, হাসান প্রমুখ। এর আগেও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন এলাকা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খাঁন বলেন, ‘পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশের সর্বত্র কৃত্রিম বনাঞ্চল অতিব জরুরী। আমরা সকলে বৃক্ষরোপণে এগিয়ে আসলেই প্রত্যেক এলাকায় কৃত্রিম বনাঞ্চল তৈরি সম্ভব হবে।’
Leave a Reply