প্রেস বিজ্ঞপ্তি :
মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানালেন লাকসাম উত্তরদা ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মতিন। প্রতিবাদলিপিতে মেম্বার আব্দুল মতিন জানান, তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মেম্বার আব্দুল মতিন বলেন, ‘আমি উত্তরদা ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। জনকল্যাণমূলক কাজে আমার সক্রিয় ভূমিকায় স্থানীয় একটি কুচক্রি মহল ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে তারা আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি তারা আমার বিরুদ্ধে আমার প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রীকে মারধর করার মিথ্যা অভিযোগ প্রচার করে। অথচ তাদের পারিবারিক ঝগড়াঝাটির সময় আমি এলাকাতেই ছিলাম না। গত কয়েকদিন আগে কুচক্রি মহলের প্ররোচনায় নজরুল ইসলাম আমার বিরুদ্ধে লাকসাম থানায় মিথ্যা অভিযোগও করে। আমি আশা করি, প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হবে।’
মেম্বার আব্দুল মতিন আরো বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহল নজরুল ইসলামকে আমার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু নজরুলের সাথে আমার কোনো প্রকার দ্বন্দ্ব নেই। একজন জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক হিসেবে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের নৈতিক চর্চা আমার রয়েছে। যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে নজরুলকে প্ররোচনা দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন, তাদের মূল্যবোধের অবক্ষয় হয়েছে বলে আমি মনে করি। আমি এসব মিথ্যাচার-অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপপ্রচারে বিভ্রান্ত না হতে আমার সর্বস্তরের শুভাকাঙ্খীদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।’
বিজ্ঞাপন।
Leave a Reply