মোজাম্মেল হক আলম:
কুমিল্লার লাকসাম পৌর ৪নং ওয়ার্ডে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাড়ে ৫ শ’ পরিবারকে ১০ কেজি হারে চাল ও প্রত্যেককে মাস্ক বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার। সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্রদের হাতে হাতে ১০ কেজি হারে চাল তুলে দেয়া হয়। করোনাকালে যথাসময়ে সরকারি সহায়তার চাল পেয়ে সন্তুষ্ট উপকারভোগীরা।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর নাসিমা সুলতানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি লাল মনি সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিল্লাল হোসেন, চাঁন মিয়া, আবুল হাসেম, বাচ্চু মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, সহ সভাপতি সাগর সিং, মাসুদুর রহমান, সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, রফিকুল ইসলাম রাসেল, জাফর আহমেদ, যুবলীগ নেতা আলমগীর হোসেন, আব্দুল হালিম, হানিফ মিয়া, শরিফ হোসেন, সিরাজুল ইসলাম, মনির হোসেন, মাসুম বিল্লাহ, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মান্নান মানু, সহ সভাপতি রাজিবুর রহমান লুহিন, আবুল কালাম, আক্তার হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন জনি, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সহ সভাপতি অপু দাশ অনিক প্রমুখ।
উল্লেখ্য, মহামারী করোনার প্রাদুর্ভাব শুরুর পর সরকারি বরাদ্দের পাশাপাশি প্যানেল মেয়র বাহার উদ্দিন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিত্তবানদের সম্মিলিত অর্থায়নে পৌর ৪ নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের তালিকা প্রণয়ন করে কয়েক ধাপে খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবানসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply