1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিলাশবহুল ইয়ট কিনে শিরোপা উদযাপন রোনালদোর

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৫৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : এবারের সিরি আ শিরোপা জয়ের উদযাপনটা ক্রিস্টিয়ানো রোনালদো সারলেন এক বিলাশবহুল প্রমোদতরী কিনে নিয়ে। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি পোস্ট করেছেন তিনি। আর শনিবার ইতালিয়ান সিরি আ ফুটবল আসর শেষে শিরোপা হাতে রোনালদোর উল্লাসও নজর কাড়ে ফুটবল বিশ্বের। শনিবার  ‘হোম ম্যাচ’ শেষে জুভেন্টাস তারকাদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেয়া হয়।

এদিন ডাগআউটে বসেই সিরি আ ফুটবল লীগের শেষ ম্যাচে দলের হার দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা তারকাকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ মাউরিজিও সারি। এএস রোমার কাছে এদিন ৩-১ গোলে হারলেও জুভেন্টাসের শিরোপা নিশ্চিত হয়েছিল পাঁচ ম্যাচ বাকি রেখেই। আর দুদিন আগে বিলাশবহুল এক প্রমোদতরী কিনে নিয়ে শিরোপা উৎসব করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে লীগ জয়ের উদযাপনে ৫.৫ মিলিয়ন পাউন্ডে ব্যয়ে একটি প্রমোদতরী (ইয়ট) কিনেছেন এ পর্তুগিজ স্ট্রাইকার। ইতালির ভিয়ারেজ্জিস্থ আজিমুত বেনেত্তি শিপইয়ার্ড থেকে ২৭ মিটার দীর্ঘ প্রমোদতরীটি কিনে নেন রোনালদো। ইয়টের ভেতরে রয়েছে পাঁচটি কেবিন, ছয়টি শোবার ঘর, বড় লাউঞ্জ, বিরাট রান্নাঘর আর বিশাল জানালা দিয়ে সাগরগর্ভের অপরূপ দৃশ্য উপভোগের ব্যবস্থা।

দুদিন আগে নতুন প্রমোদতরীতে সপরিবারে অবকাশযাপনের ছবি প্রকাশ করেন রোনালদো। এসময় রেনালদোর সঙ্গে ছিলেন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ও চার সন্তান রোনালদো জুনিয়র (১০), মাতেও (৩), আলানা মার্টিনা (২), ইভা মারিয়া (৩)।

পাঁচবারের বর্ষসেরা ব্যালন ডি’অর পুরস্কার জয়ী রোনালদো ২০১৮তে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি দেন। আর টানা দ্বিতীয়বার নিলেন ইতালিয়ান সিরি আ শিরোপার স্বাদ। এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ গোলের কৃতিত্ব রোনালদোর। জুভেন্টাসের জার্সি গায়ে সিরি আ’র দুই মৌসুমে ৬৪ ম্যাচে রোনালদো পেয়েছেন ৫২ গোল।

ক্রিস্টিয়ানো রোনালদো ক্রীড়া বিশ্বের সেরা ধনীদের একজন । ফুটবল বিষয়ক ওযেবসাইট গোল ডটকম জানায় রোনালদোর মোট সম্পদের মূল্য প্রায় ৩৬০ মিলিয়ন পাউন্ড।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম