মোজাম্মেল হক আলম :
বৃহস্পতিবার (৬আগষ্ট) লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ খোরশেদ আলম সুরুজের ২৬তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া মরহুমের পরিবার শহরের গাজীমুড়ায় মিলাদ মাহফিল, কোরআন খানির আয়োজন করেছে।
উল্লেখ্য : ১৯৯৪ সালের ৬ই আগষ্ট মরহুম আলহাজ্ব খোরশেদ আলম সুরুজ ইন্তেকাল করেন। প্রতি বছর ৬ই আগষ্ট আসলে মরহুমের পরিবারের নেমে আসে শোকের ছায়া।
মরহুমের ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ও দানবীর এসওএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ কায়সার বাবলু বলেন, আমার বড় ভাই মানুষের জন্য কাজ করেছেন। তিনি নিজের জন্য কিছু করেন নাই। বড় ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সম্পাদনে সকল শ্রেণি পেশা মানুষের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply