ইব্রাহীম খলিল
অশিক্ষার অজুহাতে বোধহারা নর
এলোমেলো চলাচল করে দিবারাত
প্রাচুর্যের অহঙ্কারে সাজিয়ে স্বজাত
সত্তাযুক্তে দৃষ্টি লুব্ধ কল্প বালুচর।
কত-শত মানবের হৃদয়ের ভাষা
শুনেও অবুঝ রয় অন্ধ সে পথিক
কর্মের ফল প্রাপ্তিতে মিলে শতধিক
প্রশান্তি নিমেষ গিয়ে উদ্রেক হতাশা।
বিবেকের করিডোরে অবুঝ পথিক
আপনাতে পথ চলা কতটা সঠিক?
বাহুবলে বাহাদুর সেজে বসুধায়
তৃপ্তির ঢেকুর দিয়ে অতৃপ্ত মানব
অনুতাপে অসহায় রহস্যে উপায়
ব্যর্থতার পরিচয়ে নিছক দানব।
Leave a Reply