মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসাম উপজেলার বাটিয়াভিটা গ্রামে সম্প্রীতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার পরবর্তীতে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনীতে বাটিয়াভিটা, বাতাবাড়িয়াসহ দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানান শ্রেণি, পেশা ও বয়সের মানুষের অংশগ্রহণ করেন।
নানান শ্রেণি-পেশায় ব্যস্ত থাকায় সারাবছর পরস্পরের সাক্ষাৎ না হলেও প্রতি ঈদের পর বাটিয়াভিটা ও বাতাবাড়িয়াসহ দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সমন্বয়ে সম্প্রীতির এ মিলনোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এতে ধনী-গরীব ও পেশাগত ভেদাভেদ ভুলে একে অপরের সান্নিধ্য উপভোগ করেন। এবারের ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন, আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উত্তরদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, তোফাজ্জল হোসেন, সমাজসেবক আলমগীর হোসেন, এমদাদ হোসেন, ইমাম হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, প্রবাসী গোলাপ হোসেন, সহ দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানান শ্রেণি, পেশা ও বয়সের মানুষ।
ঈদ পুনর্মিলনী শেষে দুই ইউনিয়নে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্ব স্ব মতামত ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
Leave a Reply