1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালে জনসাধারণের পাশে চৌদ্দগ্রামের পৌর মেয়র মিজান

  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৭৫ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম :


কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা প্রতিরোধে সক্রিয় ভাবে জনসাধারণের পাশে আছেন পৌর মেয়র মিজানুর রহমান। করোনা সংক্রমণের ক্রান্তিকালে জনসচেতনতা বৃদ্ধি ও হতদরিদ্রদের খাদ্য সংকট নিরসনে পৌর কাউন্সিলর ও রাজনৈতিক নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তিনি স্থানীয় বিপর্যস্ত জনসাধারণকে সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তার পৌঁছে দিয়েছেন।
জানা যায়, জনপ্রতিনিধিত্বের পাশাপাশি মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও যথাযথ ভূমিকা রাখছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি ২০০৩ সালে ৭নং চৌদ্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২০১১ সাল ও ২০১৫ সালের নির্বাচনে চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। দায়িত্বগ্রহণের পর থেকে নিজ এলাকার উন্নয়ন ও জনগণের ভাগ্যোন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে নিরলস কাজ করে যাচ্ছেন তরুণ এই জনপ্রতিনিধি। বিভিন্ন উৎসব-আয়োজন এবং প্রাকৃতিক দুর্যোগকালে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও দুস্থ-অসহায় মানুষের পাশে থাকেন তিনি। সদালাপী, নিরহংকারী, মিষ্টভাষী ও পরিচ্ছন্ন মানসিকতার জন্য পৌর এলাকার পাশাপাশি সমগ্র উপজেলাব্যাপী তার সুখ্যাতি রয়েছে।
বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে অদ্যাবধি ঘরে বসে না থেকে প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকা তদারকি করে বেড়াচ্ছেন মেয়র মিজানুর রহমান। করোনা প্রতিরোধে নিজ এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। জনসাধারণের কর্ণকুহরে পৌঁছে দিচ্ছেন সচেতনতার বার্তা। ইতোমধ্যে সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
পৌর এলাকার পাশাপাশি সমগ্র উপজেলা জুড়ে মেয়র মিজানুর রহমানের জনসেবার পরিধি বিস্তীর্ণ। করোনাকালে জনসেবায় নিরলস ভূমিকা রাখতে গিয়ে মহামারী করোনার ছোবলে আক্রান্ত হয়েছেন তিনি নিজেও। স্থানীয় সূত্রমতে জানা যায়, করোনা রিপোর্ট পজিটিভ আসার আগের দিনও মেয়র মিজানকে মাঠে দেখা গেছে। নির্দীষ্ট দিনের হোম কোয়ারান্টাইন শেষে পূর্ণাঙ্গ সুস্থ্য হওয়ার পরপরই তিনি পুনরায় নবোদ্যমে মাঠে নেমেছেন। করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিকে করোনাজয়ী মেয়রের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার সর্বস্তরের নাগরিকরা।
একান্ত আলাপচারিতায় পৌর মেয়র মিজানুর রহমান বলেন, ‘করোনা সংক্রমণের ক্রান্তিলগ্নে জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। মাননীয় স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও চৌদ্দ্রগামের গণমানুষের নেতা মুজিবুল হক এমপির নির্দেশনা মোতাবেক এই মহাদুর্যোগকালে আমি আমার এলাকার মানুষের পাশে আছি। সাম্প্রতিক সংকট মোকাবেলায় সার্বিক ভাবে জনগণের পাশে থাকতে আমি সকল সচেতন নাগরিকদেরকে আহবান জানাচ্ছি। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করার এখনই সঠিক সময়।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম