মোজাম্মেল হক আলম :
লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী, পড়শী সিনেমা হলের প্রতিষ্ঠাতা, একাত্তরের রণাঙ্গনের বীর সৈনিক স্বপন সাহার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ ১২আগষ্ট বুধবার। ২০০৬ সালের ওইদিনে ৫২ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
বড় মেয়ে পড়শী সাহা বাবার পদাঙ্ক অনুসরণ করে সংসার পরিচর্যার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবায় অকৃত্রিম ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সে লাকসাম উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জনসেবায় সম্পৃক্ত রয়েছেন। তার একমাত্র ছেলে রাজীব সাহা পড়াশুনা শেষে বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরেছেন। আর ছোট মেয়ে কাকলী সাহাও একজন আদর্শ গৃহিনী।
উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা স্বপন সাহা প্রয়াণাবধি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। সনাতন ধর্মালম্বী হলেও তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। নিখাদ দেশপ্রেম থেকেই বাবা সুবল চন্দ্র সাহার হাত ধরে কিশোর বয়সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন স্বপন সাহা। মুক্তিযুদ্ধ পরবর্তীতে রাজনীতি ও সমাজসেবায়ও তার প্রশংসনীয় ভূমিকা ছিলো। ধার্মিকতার তাগিদে নিজ অর্থায়নে লাকসামে জগন্নাথ দেবালয় এবং শ্রী মুক্তকেশী কালী মন্দির ও মহাশশ্মান স্থাপন করেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আজও অবিস্মরণীয় হয়ে আছেন স্বপন সাহা।
Leave a Reply