হারানো দিন
অপু দাশ অনিক
হারানো সেই সোনালী দিন পাবোনা আর ফিরে,
কত স্মৃতি জড়িয়ে আছে সোনালী দিন ঘিরে।
স্মৃতি গুলো স্মৃতিই থাকবে মনের ভিতরে,
পাবোনা আর হারানো দিন হাজারো চেষ্টাতে।
জমা থাকা স্বপ্ন গুলো আজ হয়ে গেছে বিলীন,
হারানো স্মৃতি গুলো আজ শুধুই অস্তিত্ব হীন।
গোল্লা ছুট আর হাডুডুর সেই মাঠ ঠিক আছে,
নেই আমাদের সেই দিন গুলো আর রয়েগেছে পিছে।
ভর দুপুরে ক্রিকেট মাঠের কথা খুব মনে পড়ে,
কিভাবে যে হারিয়ে গেলো দায়িত্ববোধের ভিড়ে।
লাটাই হাতে থাকতাম মাঠে নাওয়া খাওয়া ছেড়ে,
গাছ ডালে পাখির কলকাকলীতে মন যেত ভরে।
ইচ্ছে করে পাখির মত স্বাধীন হয়ে উড়তে,
ইচ্ছে করে লাঠিম হাতে সারা গ্রাম ঘুরতে।
ঈদের দিনে থাকত চারদিকে আনন্দের সমাহার,
আজ নেই মনে সেই আনন্দ আছে শুধু হাহাকার।
লাঙ্গল কাধে কৃষক যাচ্ছে যায়না দেখা এখন,
গ্রামের সেই নবান্নের উৎসব হারিয়ে গেল কখন।
দেখা যায়না গ্রামের সেই বৈশাখি মেলা
হারিয়ে গেছে আমাদের সেই পুতুল পুতুল খেলা।
গ্রামে আজ নেই সেই শীতল মাটির ঘর,
ভালো লাগার মানুষ গুলোও আজ হল পর।
হাটছে সবাই নিজের মত নেই আজ প্রীতি,
সব হয়ে গেল মনের মাঝে আজ শুধু স্মৃতি।
Leave a Reply