আমি গাছের ঐ হলদে পাতাটি ঝরে যাওয়ার সময় হয়েছে আর কতক্ষণ,
বুঝেছি আমি বুঝেছি বেলাখানি আর নয় যে আমার!
তোমার জন্য পার করেছি বেলা পার করেছি যৌবন,
এখন বার্ধ্যক্যের শেষ বেলায়! কতখানি আর থাকিবো?
বলেছিলে আর একটুখানি।
ঝরে যায়নি, ভাঙ্গা ঢালে থেকেও তোমার অপেক্ষায় পথগুনি!
ওগো! চোখ লুকিয়ে যায় একটুখানি এসে চোখ জোড়া খুলে দাওনা!
ওগো! কান শব্দ লুকায় সে শব্দটা এসে বলে দাওনা,
হাত গুটিয়ে যায় হাতটি বাড়ওনা, দেখি শেষের আশা কেমন হয় আমার!
যাই তবে, আমার বেলা শেষ একটু শব্দের অপেক্ষা, আমার সারাবেলা কেটেছে!
ওগো! যদি বিদায় না দাও তাও করো বিদায়গ্রহণ।
আমি গাছের ঐ হলদে পাতাটি ঝরে যাওয়ার সময় হয়েছে, আর কতক্ষণ!
সদস্যঃ
লাকসামের বইপোকা।
শিক্ষার্থীঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়।
Leave a Reply