মোজাম্মেল হক আলম :
ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে নিজের ওয়ার্ডকে পৌরবাসীর কাছে তুলে ধরছেন আলাদাভাবে। পাড়া-মহল্লার রাস্তার উন্নয়নমূলক কাজ, জলাবদ্ধতা নিরসন, তরুণ-যুবকদের মাদকমুক্ত করাসহ নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে আস্থা কেড়ে নিচ্ছেন ওয়ার্ডের সর্বস্তরের মানুষের। এলাকার মানুষের সুখ-শান্তি ও উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের (সংরক্ষিত ৪.৫.৬) মহিলা কাউন্সিলর নাসিমা সুলতানা।
তিনি ওই ওয়ার্ডের পরপর ৩বারের কাউন্সিলর। নাছিমা সুলতানা ২০১৫ সালে ৩বার নির্বাচিত হয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসনের জনপ্রিয় নেতা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি‘র আস্থাভাজন হয়ে রাজনীতির মাঠে আরো সক্রিয় হয়ে উঠেন। প্রয়াত কাউন্সিলর শাহ আলমের মতো করেই নিজের এলাকাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন উন্নয়নের শিখরে।
গত ২৩জুন ওই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোঃ শাহ আলমের মৃত্যুর এক মাস পর গত ২৮ জুলাই লাকসাম পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা সুলতানাকে ৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব দেয়া হয়।
ওয়ার্ডের বাসিন্দারা জানায়, মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের ভালোবাসায় এবং প্রয়াত কাউন্সিলর মোঃ শাহ আলম ও মহিলা কাউন্সিলর নাছিমা সুলতানার শ্রমে আমাদের ওয়ার্ডের বেশির ভাগ সমস্যাই সমাধান হয়েছে। কাউন্সিলর নাছিমা ভারপ্রাপ্ত কাউন্সিলরের দায়িত্ব পাওয়ার পর আগের চেয়ে তার কাজের গতি আরো বেড়েছে। গত কয়েকদিনে সে রাস্তা-ঘাটের উন্নয়ন কাজ নিজে মাঠ পর্যায়ে থেকে দেখভাল করছেন। আমাদের সমস্য ও সম্ভাবনার কথা নোট করে নিয়ে যাচ্ছেন।
ভারপ্রাপ্ত কাউন্সিলর নাছিমা সুলতানা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশে ৫নং ওয়ার্ডের নাগরিকবৃন্দের অকুণ্ঠ সমর্থন, ভালবাসা ও দোয়া নিয়ে দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর সামগ্রিক উন্নয়নে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। পরপর ৩বার নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভালবাসায় আমি পরিপূর্ণ। ওয়ার্ডের প্রতিটি রাস্তার সংস্কারকাজ হাতে নেয়া হয়েছে। উন্নয়নের অগ্রনায়ক, মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের দিকনির্দেশনায় এ ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত শেষ করার চেষ্টা করছি।
Leave a Reply